



আপনার আবেদন পত্র এই মুহূর্তে কোন অবস্থায় আছে জানতে রেজিট্রেশনের সময় প্রদানকৃত ট্রাকিং নম্বর দিয়ে সার্চ করুন
সমবায় অধিদপ্তর জনগনের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্ হ্রাস করনে সরকারী উদ্যোগ বাস্তবায়নের অন্যতম প্রধান সংস্থা। সমবায় অধিদপ্তর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্ত অধিদপ্তর। সমবায় অধিদপ্তরের প্রধান নিবন্ধক ও মহাপরিচালক নামে অভিহিত। উপজেলা, জেলা, বিভাগ ও সদর দপ্তর এ ৪ পর্যায়ে এ অধিদপ্তরের কার্যালয় বিস্তৃত। এছাড়া একটি জাতীয় প্রশিক্ষন একাডেমী ও ১০টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষন ইনস্টিটিউট রয়েছে। সমবায় সমিতির নিবন্ধনসহ বিধিগত বিভিন্ন সেবা, আইনগত পরামর্শ এবং উন্নয়ন ও সম্প্রসারনমূলক কর্মকান্ডের মাধ্যমে সমবায় আন্দোলনকে সহায়তা করা ও জনগণের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা সমবায় অধিদপ্তরের মূল কার্যক্রম।
জাতীয় | ২২ |
কেন্দ্রীয় | ১,১৬০ |
প্রাথমিক | ১,৮৯,১৮১ |
ব্যক্তি সদস্য | ১,০৩,৩৩,৩১০ |
শেয়ার | ৩২৩১.০৮ কোটি |
সঞ্চয় | ৫৮২৭.৩০ কোটি |
সংরক্ষিত তহবিল | ৭৭০.৯৯ কোটি |
কার্যকরী মূলধন | ১১,৯০০.১৭ কোটি |
বিনিয়োগ | ১,৫৭০.৭৯ কোটি |
কর্মসংস্থান | ৫,০২,৩৩০ জন |